শনিবার ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে রাজ্যে। চতুর্থ দফায় কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোট হবে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসন রয়েছে এই দফায়।
Polling preparations underway ahead of the fourth phase of #WestBengalPolls tomorrow. Visuals from Cooch Behar. pic.twitter.com/tGxOkaiMbg
— ANI (@ANI) April 9, 2021
ইতিমধ্যেই বুথে যেতে শুরু করে দিয়েছেন ভোটকর্মীরা। এজন্য জেলাগুলিতে শিবিরে যোগ দিয়েছেন তাঁরা। সরকারি পরিবহণে তাঁদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে।
West Bengal: Convoy of Rantidev Sengupta, BJP candidate from South Howrah was allegedly attacked by unidentified persons, yesterday.
He said, "People who attacked my vehicle were raising 'khela hobe' slogans. A party has accepted its defeat so they are resorting to such attacks" pic.twitter.com/zFoJ0ZDExG
— ANI (@ANI) April 9, 2021
২০১৬-র বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে ৩৯টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। BJP পেয়েছিল মাত্র ১টি। বামেরা পেয়েছিল ৩টি আসন। আর তাদের সহযোগী কংগ্রেস জিতেছিল ১টিতে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের হিসাবে TMC ওই ৪৪-এর মধ্যে ২৫টি এবং BJP ১৯টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। ভোট চতুর্থীতে এই ৪৪টি কেন্দ্রে এক দিকে যেমন অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে খেলতে নামা প্রার্থীরা রয়েছেন, অন্য দিকে তেমনই পোড়খাওয়া রাজনীতিবিদরাও লড়াই করছেন।
শনিবার যে আসনগুলোর দিকে রাজ্যবাসীর চোখ থাকবে সেগুলো হল, টালিগঞ্জ। সেখানে জোরদার টক্করে নামছেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় ও সংযুক্ত মোর্চার দেবদূত ঘোষ। নজরে বেহালা পশ্চিম আসনও। লড়াই সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।
বেহালা পূর্বে জোর লড়াই রত্না চট্টোপাধ্যায় ও পায়েল সরকারের মধ্যে। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বিজেপি প্রার্থী টলিউডের অভিনেত্রী পায়েল সরকার।
হুগলির চণ্ডীতলায় এ বার লড়াই CPM প্রার্থী সেলিম ও BJP প্রার্থী ও অভিনেতা যশ দাশগুপ্তর মধ্যে। সোনারপুর দক্ষিণ কেন্দ্রেও চোখ থাকবে রাজ্যবাসীর। সেখানে TMC ও BJP হয়ে লড়াইয়ের ময়দানে দুই অভিনেত্রী লাভলি মৈত্র ও অঞ্জনা বসু।
হাওড়ার শিবপুরে মনোজ তিওয়ারির ভাগ্যপরীক্ষা শনিবার। উলুবেড়িয়া পূর্বে জোড়াফুলের ভোটপ্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। চন্দননগরে লড়াইয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উত্তরপাড়ায় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক, চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়, সিঙ্গুরে বেচারাম মান্না, বালিতে বৈশালী ডালমিয়া, যাদবপুরে সুজন চক্রবর্তী ও চাঁপদানিতে বিধানসভার বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মান্নান লড়ছেন।