জুতো ঝোলানো রয়েছে BJP প্রার্থীর সামনে
Share it

প্রচারে বেরিয়ে জুতো ঝাঁটা দেখলেন বীরভূমের লাভপুরের বিজেপি (BJP) প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। এই জুতো মালা তার কাছে আশীর্বাদ নিয়ে আসবে বলে দাবি করেছেন BJP প্রার্থী। তবে ভোটের পর তৃণমূলকে মানুষ জুতো পেটা করবেন বলে পালটা তিনি হুমকি দিয়েছেন।

ঝাঁটা-জুতো ঝোলানো রয়েছে BJP প্রার্থীর সামনে
ঝাঁটা-জুতো ঝোলানো রয়েছে BJP প্রার্থীর সামনে

আর পাঁচটা দিনের মতো এদিনও কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন লাভপুরের বিজেপি (BJP) প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। পাঁড়ুই অঞ্চলের দাসপাড়া গ্রামে ঢুকতেই তিনি দেখতে পান রাস্তায় মাথার উপর দড়িতে বাধা জুতো, ঝাঁটা। রাস্তার দুই ধারে দুটি খুঁটিতে দড়ি বেঁধে ওই জুতো ঝাঁটা ঝোলানো হয়েছে। দুই দিকে রয়েছে তৃণমূলের পতাকা।

ওই সম্বর্ধনা যে তাঁর জন্যই অপেক্ষা করছিল তা বুঝতে অসুবিধা হয়নি বিশ্বজিৎবাবুর। তিনি বলেন, “তৃণমূলের কংগ্রেস এই নোংরা কর্মকাণ্ড করেছে। তবে আমি এই জুতো মাথায় নিয়ে প্রচার করব গোটা লাভপুর বিধানসভা এলাকায়। মানুষ সুযোগ দিলে এই জুতো মাথায় নিয়ে পাঁচবছর মানুষের সেবা করে যাব। কিন্তু, ভোটের পর এই ঝাঁটা জুতোই তৃণমূলের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে। মানুষ ঝাঁটা জুতো নিয়ে তারা করবে তাদের।”

তৃণমূল (TMC) প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, “গ্রামবাংলার মানুষ কুনজর রুখতে ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখে। এক্ষেত্রেও হয়তো তাই করা হয়েছে। এরসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি সস্তায় প্রচার পেতে এসব করছে। তাতে কোন লাভ হবে না।”

Share it