BJP-TMC সংঘর্ষের পর উত্তপ্ত সাঁইথিয়া
Share it

বিজেপি (BJP)-তৃণমূল (TMC) সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া ব্লকের সাংড়া গ্রাম। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি, কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা টোটো, ভ্যান, বাইক ভেঙে দেওয়া হয়। দুপক্ষের কর্মীরা হাতে বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তৃণমূলের অঞ্চল সভাপতি জখম হয়েছে বলে দলের দাবি। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মতায়েন করা হয়েছে।

BJP-TMC সংঘর্ষের পর উত্তপ্ত সাঁইথিয়া
BJP-TMC সংঘর্ষের পর উত্তপ্ত সাঁইথিয়া

জানা গিয়েছে, বিজেপির লাভপুর বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলের সমর্থনে আহমেদপুরে সাংড়া গ্রামে মিছিল করছিল কর্মী-সমর্থকেরা। ওই রাস্তার উপরই রয়েছে তৃণমূলের কার্যালয়। বিজেপির মিছিল যাওয়ার সময় দুপক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। বচসা রূপ নেয় দুপক্ষের সংঘর্ষে। তৃণমূল কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপির লোকজন বলে অভিযোগ।

এমনকী, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি টোটো, সাইকেল, ভ্যান, বাইক ভাঙচুর করা হয়। পালটা বাঁশ-লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল। বৃহৎ এলাকা শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। ঘটনায় চরম উত্তেজনা পুরো এলাকায়। আহমেদপুর ফাঁড়ির পুলিশ সংখ্যায় কম থাকায় পরিস্থিতি সামাল দিতে পারেনি। পরে সাঁইথিয়া, বোলপুর থেকে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স গিয়ে পৌঁছায়।

তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি ঝোকন সাধু বলেন, “আমরা সাংড়া অঞ্চলের ১২ জন বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করছিলাম। সে সময় আচমকা আমাদের দলীয় কার্যালয়ে আক্রমণ চালায়। অঞ্চল সভাপতি সাধন মণ্ডলের মাথায় আঘাত করে। আমরা প্রতিরোধ গড়ে তুললে ওরা পালিয়ে যায়।”

লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বলেন, “আমাদের কিছু কর্মী সাংড়া গ্রামের পাঁশে নানুবাজারে পতাকা টাঙাচ্ছিল। সে সময় তৃণমূলের কিছু লোকজন আমাদের কর্মীদের মারধর করে পার্টি অফিসে তুলে নিয়ে যায়। পড়ে আমাদের লোকজন তাঁদের উদ্ধার করতে গেলে পুলিশ উল্টে আমাদের চারজনকে ধরে নিয়ে যায়। তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপির উপর হামলা চালাচ্ছে।”

Share it