মমতা-মোদী
Share it

ভোটযুদ্ধের আবহে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠক এড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর জায়গায় বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।


বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক ডেকেছেন। সেখানে করোনার টিকাপ্রদান থেকে শুরু করে রাজ্যগুলির পরিস্থিতি ও করণীয় পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করার কথা নরেন্দ্র মোদীর।

সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার নিয়ে ব্যস্ত থাকায় বৈঠকে যোগ দিতে পারছেন না। তবে রাজনৈতিক মহলের ধারনা, ভোটের আবহে মুখোমুখি কথোপকথন এড়াতেই বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিকে, দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর উদ্বেগজনক অবস্থায় দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সওয়া একলাখ আক্রান্তের গণ্ডি ছাড়িয়েছে কোভিড-১৯। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা ১ লাখ ২৬ হাজার ৭৮৯। দেশে একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। রোজ এই সংখ্যক আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে পেরিয়ে গেল ৯ লাখের গণ্ডি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দিনে দিনে খারাপ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। মহারাষ্ট্রের পাশাপাশি কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির পরিস্থিতিরও অবনতি হচ্ছে। এগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা ছত্তীসগঢ়ে।

Share it