নিরাপত্তা বাহিনীর নাকাচেকিং
Share it

অষ্টম তথা শেষ দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে রকমরকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রাত পোহালেই চার জেলার ৩৫টি আসনে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে উত্তর কলকাতার ৭টি আসনও। মালদায় ভোট হবে ৬টি আসনে। মুর্শিদাবাদ ও বীরভূমে ১১টি করে আসনে ভোটগ্রহণ করা হবে।


উত্তর কলকাতায় যে কোনও ধরণের অশান্তি রুখতে কড়া প্রশাসন। ভোটের অশান্তি রুখতে সেখানে মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। রাখা হয়েছে ৪০ নাকা চেকিং পয়েন্ট। বহিরাগতরা এসে যাতে কোনও অশান্তি পাকাতে না পারে তার জন্যে থাকছে কলকাতা পুলিশের বিশেষ নজর। উত্তর কলকাতার ২৯ টি থানা এলাকার ৫৪৭টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ২০৮৩টি। উত্তর কলকাতার ৭ বিধানসভাকে ভাগ করা হয়েছে ৯৮ সেক্টরে। আর গোটা এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার পাশাপাশি থাকছে ৬ হাজার কলকাতা পুলিশ। মোট ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন দায়িত্বে। থাকবেন যুগ্ম পুলিশ কমিশনারও।


শুধুমাত্র উত্তর কলকাতার জন্যে থাকছে ৮৭ RT ভ্যান। ২৯ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৯০ কুইক রেসপন্স টিম, থাকছে প্রায় ১০০০ বাইক। বিশেষ বাহিনীর প্রায় ১০০ টহলদারি গাড়িও থাকছে। এছাড়া গঙ্গার প্রতিটি ঘাটে নজরদারি চালাবে জল পুলিশ। নাকা চেকিং পয়েন্ট থাকছে হাওড়া ব্রিজে। কমিশনের বিশেষ নজরে যে সব জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম কাশীপুর-বেলগাছিয়া। মানিকতলা ও উল্টোডাঙা এলাকার বেশ কিছু পয়েন্টে চলছে বিশেষ নজরদারি। এছাড়াও ট্যাংরা, তপসিয়া, মাঠপুকুর, এন্টালি সহ বেশ কিছু জায়গায় চলছে কড়া নজরদারি। নজরদারির তালিকায় রাখা হয়েছে শিয়ালদহ, বউবাজার, বড়বাজার, এসপ্ল্যানেডের বেশ কিছু হোটেল ও গেস্ট হাউজও।


অন্যান্য দফাগুলির মতো এই দফাতেও বিশাল কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করেছে কমিশন। মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে শেষ দফায়। এর মধ্যে বুথে মোতায়েন করা হবে ৬৪১ কোম্পানি বাহিনী। শুধুমাত্র বীরভূমের ১১টি আসনের জন্যই মোতায়েন করা হচ্ছে ২২৪ কোম্পানি বাহিনী। চতুর্থ দফার ভোটে শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয়বাহিনীর গুলি চালনার ঘটনায় ৪ জন সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। কমিশনের নির্দেশে বৃহস্পতিবারই ভোট নেওয়া হচ্ছে শীতলকুচির ১২৬ নম্বর বুথেও।

Share it