তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Share it

ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ১০.৪৫। বেজে উঠল জাতীয় সঙ্গীত। প্রবেশ করলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর এর সঙ্গেসঙ্গেই বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর সঙ্গে একাসনে বসে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


আজকের এই শপথগ্রহণ অনুষ্ঠান কোভিড অতিমারীর কারণে সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সব মিলিয়ে আমন্ত্রিত ছিলেন ৫০ জন অতিথি। আমন্ত্রিতদের তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আসতে পারেননি আরও এক আমন্ত্রিত অতিথি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কথা BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরোধীদল BJP-এর তরফে দিলীপ ঘোষ আমন্ত্রিত থাকলেও অনুপস্থিত ছিলেন তিনিও। দলীয় কর্মীদের উপর ‘হামলা’র প্রতিবাদে শপথগ্রহণ অনুষ্ঠান BJP-এর রাজ্য সভাপতি বয়কট করেন বলে জানা গেছে। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও আবদুল মান্নান। তবে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য।


শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, “আমার প্রথম কাজ কোভিড নিয়ন্ত্রণ করা। বেলা ১২.৩০টায় কোভিড নিয়ে বৈঠক রয়েছে। যা নিয়ে দুপুর ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে সবটা জানিয়ে দেওয়া হবে।” পাশশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “আমার দ্বিতীয় কাজ হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছি, তা হল “বাংলায় যেন কোনও অশান্তি না হয় সেদিকটা দেখা। সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। আর আজ থেকে আইনশৃঙ্খলা দেখব আমি। যদি বুঝি কড়া ব্যবস্থা নিতে হবে, তাহলে তা নিতেও আমি পিছপা হব না।”


রাজ্যপাল জগদীপ ধনখড় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল বলেন, “আশা রাখব সংবিধান মোতাবেক কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্তি মুক্ত করার দিকটায় জোর দেবেন মুখ্যমন্ত্রী।”


তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ায় টুইটে মমতাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর নবান্নের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এর পর নিজের অফিসে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সারাদিন কোভিড ও আইনশৃঙ্খলা সহ বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি।

Share it