রাজ্যে ভোট পরবর্তী হিংসা-পরিস্থিতি খতিয়ে দেখতে আজই তদন্তে এসেছে কেন্দ্রীয় দল। স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের এই দলের বিমান কিছুক্ষণ আগেই কলকাতার মাটি ছুঁয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, অমিত শাহের মন্ত্রকের অতিরিক্ত সচিব পর্যায়ের এক অফিসারও রয়েছেন ওই দলে।
A four-member team deputed by the Ministry of Home Affairs arrives in Kolkata, to assess the ground situation in West Bengal following post-poll violence pic.twitter.com/bFu5Yzcta3
— ANI (@ANI) May 6, 2021
রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছে, সেইসব ক্ষতিগ্রস্ত এলাকাগুলি তাঁরা ঘুরে দেখবেন। সংবাদ সংস্থা ANI জানিয়েছেন, বৃহস্পতিবারই রাজ্যে এসে পৌঁছনোর কথা ওই দলের সদস্যরা। দিল্লি ফিরে এই প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে।
প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্যসচিবকে। সেখানে রাজ্যকে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে অবিলম্বে রিপোর্ট না পাঠালে বিষয়টি গুরুতর ভাবে দেখা হবে। বিষয়টি নিয়ে মঙ্গলবার একটি টুইটও করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীরা কেন আক্রান্ত হচ্ছেন, সেই প্রশ্ন তোলা হয়েছিল।
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীও। সেখানে প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেছিলেন রাজ্যপাল। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সব দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান। এমনকী কড়া হাতে মোকাবিলারও হুঁশিয়ারি দেন।
মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার দিনই রাজ্যে হিংসা এবং রক্তপাত থামানোর দাবিতে ধরনায় বসেছিল রাজ্য BJP। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তার পরই তদন্তের জন্য দল পাঠানোর সিদ্ধান্ত অমিত শাহের মন্ত্রকের।