সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
Share it

দক্ষিণ কাঁথির শুভেন্দু-গড়ে আক্রান্ত তাঁরই দলের নির্বাচনী এজেন্ট সৌমেন্দু অধিকারী। সাবাজপুটে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিং আহত হয়েছেন বলে খবর।


শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর অভিযোগ, সাবাজপুট এলাকায় তিনটে বুথে রিগিং চলছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনী নিস্ক্রিয় ভূমিকা পালন করছিল। কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এই সময়ে তিনি সাবাজপুটে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে যান, কিন্তু অভিযোগ সৌমেন্দুকে সাবজপুটে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন সৌমেন্দু।


অপরদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। তাদের পালটা দাবি, হার নিশ্চিত বুঝেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।

Share it