চলছে ভোটগ্রহণ
Share it

তৃণমূল কংগ্রেসের ঘরে বোতাম টিপলে ভোট যাচ্ছে BJP-এর দিকে। এমনই গুরুতর অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। আর এই অভিযোগেই উত্তাল দক্ষিণ কাঁথির বিধানসভা কেন্দ্রের একটি বুথ। ভোটারদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় সেখানে ভোটগ্রহণ।


ভোটলুটের অভিযোগ তুলে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। তাঁদের অভিযোগ, EVM-এ যেকোনও জায়গায় বোতাম টিপলেই তা BJP-তে পড়ছে। তাই তাঁদের আবার ভোটদানের সুযোগ দিতে হবে। পালটে দিতে হবে VVPAT ও EVM। ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে বলেই খবর। যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসারের দাবি, ভোটাররা VVPAT দেখেছেন। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে।


BJP নেতা ও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পালটা দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ভয় দেখিয়ে পরিবর্তন আটকে রাখা যাবে না। ভোটারদের একাংশের অভিযোগ উড়িয়ে দিয়েছেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তাঁর দাবি, তৃণমূল হেরে যাওয়ার ভয়েই এইসব অভিযোগ তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চাপে রয়েছে। তাই এইসব অভিযোগ করছেন।


রাজনৈতিক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বারেবারেই ভোটকর্মীদের সতর্ক করতে শোনা গেছে। তিনি বলেছেন, যাঁরা বুথ এজেন্ট ও পোলিং এজেন্ট তাঁরা যেন বাড়ি থেকে খাবার আনতে অনরোধ করেছেন। বলেছেন, বাইরে বা অন্য কারোর দেওয়া খাবার না খেতে। কেউ চক্রান্ত করে তাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ বা এমন কিছু মিশিয়ে দিতে পারে। যাতে নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন ভোটকর্মী। এই অবস্থায় দক্ষিণ কাঁথিতে এহেন গুরুতর অভিযোগে শোরগোল পড়েছে রাজ্যে।

Share it