চালক ছাড়াই চলছে মোটর বাইক। হঠাৎই পথচারীরা লক্ষ্য করেন, একটি রয়্যাল এনফিল্ড বাইক রাস্তার মাঝখান দিয়ে চলছে কোনও চালক ছাড়াই। ভিডিওটি ধরা পড়েছে রাস্তায় পোস্টে লাগানো CCTV ক্যামেরায়। দেখুন কেমনভাবে চলছে মোটর বাইকটি।
Latest News : बिना Rider के सड़क पर दौड़ती Bullet का Video Viral | Pune | Narayan Gaon#Pune #ViralVideo #clicknewsindia pic.twitter.com/33SEcoOHIv
— Click News India (@ClickNewsIndia1) August 12, 2021
পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে, এই ঘটনার কিছু সময় আগেই মোটর বাইকের চালক একটি অ্যাক্সিডেন্ট করেন। এক পথচারীকে ধাক্কা দেয় বাইকটি। আহত হন পথচারী। বাইক থেকে ছিটকে পড়ে যান চালকও।
কিন্তু, আপনা আপনি চলতে থাকে রয়্যাল এনফিল্ডটি। এমনকী একটি লরিকেও পাশ কাটিয়ে বেরিয়ে যেতে দেখা যায় চালকহীন বাইকটিকে। ঘটনাটি ঘটেছে পুনে শহরের নাসিকে। পুলিশ চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।