GSLV-F10_Satalite
Share it

যান্ত্রিক সমস্যার কারণে ব্যর্থ হল ISRO-এর GSLV-F10 স্যাটালাইট উৎক্ষেপণ। কাঙ্খিত কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ। বৃহস্পতিবার ভোরে টুইট করে এই খবর জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।


বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় IOS-03 নামের একটি উপগ্রহ। GSLV-F10 রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ISRO-এর।


কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই একটি টুইট করে ISRO। জানানো হয়, ‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না।’


ইসরোর পরিকল্পনা মতো কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহ। মূলত পৃথিবীর আবহাওয়া এবং আগাম প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখতেই এই উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার চেষ্টা হয়েছিল।

Share it