প্রস্তুত হন। উত্তর আকাশে দেখা যাবে আলোর ঝরনা। বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেখা যাবে উল্কা বৃষ্টি। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। যা আপনার স্মরণে থাকবে চিরকাল।
ভারত-সহ গোটা উত্তর গোলার্ধেই দেখা যাবে এই উল্কা বৃষ্টি। এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে শুক্রবার পর্যন্ত। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, প্রতি বছরের মতো এ বারও উজ্জ্বলতম উল্কাবৃষ্টি পারসিড মেটিওর শাওয়ার উত্তর গোলার্ধে শুরু হয়েছিল প্রায় সপ্তাহ তিনেক আগে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় উল্কাপাত হবে ১১, ১২ এবং ১৩ অগস্ট।
‘আর্থস্কাই ডট ওআরজি’-র তরফে জানানো হয়েছে ঘণ্টায় অন্তত ৬০টি উল্কাপাতের সম্ভাবনা যথেষ্টই জোরালো। শহরের থেকে মফস্বল বা গ্রামাঞ্চলের আকাশে বেশি ভালো দেখা যাবে এই দৃশ্য। কারণ, শহরে দূষণের কারণে আকাশে ধুলিকণা ভাসে। ফলে উল্কাবৃষ্টি স্পষ্ট বোঝা নাও যেতে পারে।