পাহাড়ের গায়ে রাস্তায় হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল বিশাল পাথরের চাঁই। এসে পড়ল নীচের রাস্তা দিয়ে যাওয়া বাসের ছাদে। হিমালচলের কিন্নর জেলায় ভয়াবহ ভূমিধসে বাসের ভেতর অবরুদ্ধ ৪০ জনের বেশি যাত্রী।
A landslide reported on the Reckong Peo- Shimla Highway in Kinnaur District in Himachal Pradesh today at around 12.45 Hrs. One truck and a HRTC Bus reported came under the rubble. Many people reported trapped. #ITBP teams rushed for rescue. pic.twitter.com/Ms9tQVweK1
— Jitender Bhardwaj (@journo_jitendra) August 11, 2021
বুধবার দুপুর পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে রেকংপেও-শিমলা সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাথরের নীচে চাপা পড়েছে।
Many people were feared buried in yet another major landslide on the National Highway 5 in #HimachalPradesh's remote #Kinnaur district on Wednesday, police said. pic.twitter.com/PGIcrdHdiD
— IANS Tweets (@ians_india) August 11, 2021
ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক বলেন, “জাতীয় সড়কের উপর ভূমিধসের খবর পেয়েছে ভাবনানগর থানা। তার পরই ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।”