HP Landslide
Share it

পাহাড়ের গায়ে রাস্তায় হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল বিশাল পাথরের চাঁই। এসে পড়ল নীচের রাস্তা দিয়ে যাওয়া বাসের ছাদে। হিমালচলের কিন্নর জেলায় ভয়াবহ ভূমিধসে বাসের ভেতর অবরুদ্ধ ৪০ জনের বেশি যাত্রী।


বুধবার দুপুর পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে রেকংপেও-শিমলা সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাথরের নীচে চাপা পড়েছে।


ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক বলেন, “জাতীয় সড়কের উপর ভূমিধসের খবর পেয়েছে ভাবনানগর থানা। তার পরই ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।”

Share it