নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রাপ্য বকেয়ার দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধরনায় বসছে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের সভা থেকেই দিল্লিতে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, প্রথমে রামলীলা ময়দানে ধরনা সমাবেশ করতে চেয়ে আবেদন করা হলেও তা বাতিল হয়ে যায়। পরে ট্রেনে করে এক লাখ দলীয় সমর্থককে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করলে বাতিল হয়ে যায় ট্রেনও। এরপর বাসে করেই কলকাতা থেকে দিল্লি গিয়ে জমায়েত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় দলের তরফে।
তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে শনিবার দুপুরে ফেসবুক লাইভ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা ছাড়াও বাংলার বকেয়া টাকা তৃণমূল আদায় করেই ছাড়বে জানিয়ে দেন তিনি।
বাসে করেই দলের দিল্লি অভিযান ঘোষণার পর শনিবার সকাল থেকে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে আসতে শুরু করে একের পর এক দূরপাল্লার স্লিপার ক্লাসের বাস। দলের জনপ্রতিনিনিধি ও জব কার্ড হোল্ডাররা এই বাসে করেই দিল্লি পৌঁছবেন বলে দলীয় সূত্রে খবর। প্রথম বাসটি রওয়া দেয় শনিবার দুপুরে। রবিবার দিল্লিতে সবকটি বাস পৌঁছনোর পর দলীয় কর্মীসমর্থক ও জব কার্ড হোল্ডারদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলে জানা গেছে।
২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাটে প্রার্থণায় বসবেন দলের জেলা পরিষদের সভাপতি, বিধায়ক ও সাংসদরা। ৩ তারিখ দিল্লির যন্তরমন্তর ময়দানে ধরনা সমাবেশ করবে দল।