Photo Courtesy: Dept. of Tourism, Govt. of West Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজোর সময় ভ্রমণ প্রিয় বাঙালিদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সহযোগিতায় “পুজো পরিক্রমা ২০২৩” ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনটি “দুর্গাপূজা ট্যুর প্যাকেজেস্”–এর ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। এছাড়া ১৬টি জেলার ৬৫টি “ডেস্টিনেশন ট্যুর প্যাকেজেস”-ও ঘোষণা করা হয়।

পাশাপাশি এদিনে অনুষ্ঠানে ধর্মীয় ট্যুরের একটি বুকলেটও প্রকাশ করা হয়। সেখানে রাজ্যজুড়ে ১০০টিরও বেশি ধর্মীয় ক্ষেত্র (Religious circuits) এবং ৪০০টিরও বেশি ধর্মস্থানের (Religious sites) ব্যাখ্যা দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই প্যাকেজগুলিতে পাহাড়, বন্যপ্রাণ, প্রকৃতি, ঐতিহ্যবাহী সংস্কৃতি, ধর্মীয় পর্যটন এবং সপ্তাহের শেষের সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভ্রমণের জন্য থাকার জায়গা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় গাইড তথ্য সহকারে তুলে ধরা হয়েছে প্যাকেজগুলিতে।

দুর্গাপুজোকে কেন্দ্র করে রয়েছে আলাদা তিনটি প্যাকেজ। সেগুলির নাম দেওয়া হয়েছে উদ্বোধনী, সনাতনী ও হুগলি সফর। তিনটি ট্যুরই হবে শীততাপ নিয়ন্ত্রণ বাসে। থাকছে খাবারের ব্যবস্থাও। কোথা থেকে বাস ছাড়বে, বিশেষ কোন মণ্ডপ ঘুরিয়ে দেখানো হবে, আর তার জন্য খরচই বা করতে হবে কত অনুষ্ঠানে প্রকাশিত বুকলেটে উল্লেখ করা হয়েছে সেসবই।

মঙ্গলবার পর্যটন দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পর্যটন দপ্তরের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজ়ম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আর. অর্জুন।

Share it