Tea Garden
Share it

করোনা ভাইরাস ও প্যানডেমিক পরিস্থিতি নিয়ে এখন অনেকটাই সচেতন উপজাতি শ্রেণির মানুষও। তার প্রমাণ পাওয়া গেল দার্জিলিঙের ফাঁসিদেওয়া ব্লকে। এখানে চা বাগানের উপজাতিরা এখন একে একে এগিয়ে ভ্যাকসিন নিতে।

শনিবার ফাঁসিদেওয়ায় চা বাগানের উপজাতি শ্রমিকদের ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়া হয়। ভ্যাকসিন নেওয়ার পর ANI-কে প্রকাশ কুজুর নামে এক বাসিন্দা জানান, করোনা ভাইরাস নিয়ে তাঁরা এখন অনেকটাই সচেতন। হাতে গোনা কয়েকজন মাত্র ভয় পাচ্ছেন।

ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডক্টর অনুনভা দাস ANI-কে বলেন, “এই চা বাগান এলাকায় ৪৫ বছরের উর্ধ্বে যাঁদের বয়স এমন বসতিদের মধ্যে ৮০-৯০ শতাংশকেই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বাকিদেরও আমরা ভ্যাকসিন দেওয়ার কাজ সেরে ফেলব।”

Share it