Shiv Sena MLA
Share it

মুম্বইয়ের একটি রাস্তায় আবর্জনা জমে জল দাঁড়িয়ে পড়েছে। জমা জল আর জঞ্জালের জেরে নরক হয়ে উঠেছে এই রাস্তা। আর এই পরিস্থিতিতে পথে নেমে কন্ট্রাকটরকে উচিত শিক্ষা দিলেন চান্ডিভালির শিবসেনা বিধায়ক দিলীপ লন্ডে।


রাস্তার কন্ট্রাকটরকে শিক্ষা দিতে অভিনব পন্থা নিলেন তিনি। জমা জলে কন্ট্রাকটরকে বসিয়ে রাখলেন তিনি। আর জঞ্জাল সাফাই কর্মীদের নির্দেশ দিলেন তাঁর ওপরে সমস্ত জঞ্জাল ফেলতে। সাফাই কর্মীরাও বিধায়কের নির্দেশ মেনে তাই করলেন। আর এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল সারা দেশে।


নেটিজেনদের অনেককেই শিবসেনা বিধায়কের এই নির্দেশের তারিফ করেছেন। কেউ আবার একে বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন। তবে শিবসেনা বিধায়ক দিলীপ লন্ডের দাবি, কন্ট্রাকটরকে সবক শেখাতেই এই কাজ করেছেন তিনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি তাঁর দায়িত্ব পালন করেননি। গত কয়েকদিন ধরে তাঁকে বারবার বলা হলেও কন্ট্রাকটর তাঁর নির্দেশ শোনেননি।

Share it