যাত্রী বিক্ষোভে উত্তেজনা ছড়াল বোলপুর স্টেশনে। কোভিড পরিস্থিতিতে চলছে না রামপুরহাট-হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। অথচ রেল কর্তৃপক্ষ অনলাইন এবং স্টেশনের কাউন্টার থেকে টিকিট দিয়েছে যাত্রীদের। সকালে যাত্রীরা রেল স্টেশনে এসে জানতে পারেন ট্রেন চলছে না। এই খবর শুনেই কার্যত যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। টিকিট কাউন্টারের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
বোলপুর স্টেশন থেকে রামপুরহাট-হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে অসংখ্য মানুষ কলকাতা যায় বিভিন্ন কাজে। যদিও এই পুরো ঘটনা রেলের সিস্টেমের ত্রুটি বলেই স্বীকার করে নিয়েছেন বোলপুর রেল স্টেশনের ম্যানেজার।