শালবনিতে সামাজিক কর্মসূচি
Share it

ভোট-পরবর্তী হিংসায় জর্জরিত রাজ্যের সব প্রান্ত। BJP করার অপরাধে শালবনিতে রেশন বিতরণ বন্ধ দেওয়া থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প থেকে নাম ছেঁটে দেওয়া সহ আরও বহু গুরুতর অভিযোগে অভিযুক্ত শাসকদল ঘনিষ্ঠরা।

এ অবস্থায় আর্থিক সংকটে জেরবার BJP কর্মীদের কাছে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় BJP নেতা অনির্বাণ গাঙ্গুলি। তাঁকে যোগ্য সহযোগিতা করেন রাজ্য BJP-এর শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা।

গরিব মানুষের পাশে BJP শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী
গরিব মানুষের পাশে BJP শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী

চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে শালবনি বিধানসভার বিভিন্ন প্রান্তে তাঁরা সংগঠন মজবুত করার বার্তা দিলেন।

Share it