Lockdown
Share it

রাজ্যে আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ৩০ জুলাই পর্যন্ত চলবে বিধিনিষেধ। বুধবার নবান্নের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবারেও লোকাল ট্রেন চলাচলে ছাড়পত্র মেলেনি। স্টাফ স্পেশ্যাল ট্রেন আগের মতোই চলবে। তবে মেট্রো পরিষেবা অনেকটাই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যাত্রীদের জন্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।

আর যা যা বিধিনিষেধ রয়েছে:

১. স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধই থাকছে।
২. বন্ধ স্পা, সিনেমা হল। রেস্তরাঁ, পানশালা, শপিং মল, ক্লাবে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়। সেগুলি খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত।
৩. রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য সুইমিং পুল সকাল ৬ টা থেকে বেলা ১০ পর্যন্ত খোলা থাকতে পারে।
৪. ব্যাঙ্ক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ১০টা থেকে ২টোর পরিবর্তে ৩ টে পর্যন্ত খোলা থাকবে।
৫. সারাদিন খোলা থাকবে দোকান-বাজার। তবে কর্মচারী থাকবে ৫০ শতাংশ। একবারে ৫০ শতাংশ গ্রাহক দোকানে আসতে পারেন।
৬. রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি থাকছে।
৭. ৫০ শতাংশ কর্মী নিয়ে পুরনো নিয়ম মেনেই চলবে শ্যুটিং। অডিও রেকর্ডিং করতে স্টুডিওতে সর্বাধিক ১০ জন থাকতে পারেন।
৮. রাজ্য জানিয়েছে, জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে। সাধারণ সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা নয়।
৯. বেসরকারি অফিস এবং কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ। ১০. প্রাতঃভ্রমণ ইত্যাদির জন্য পার্ক খোলা থাকবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। তবে টিকা না নিলে পার্কে যাওয়া যাবে না।

Share it