কাশ্মীরের পুলওয়ামায় দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে (Terrorist) খতম করল সুরক্ষা বাহিনী। তাদের সঙ্গে নিকেশ করা হয়েছে পাকিস্তানের এক LeT কমান্ডারকেও। মৃত আইজাজ় আসলে আবু হুরাইরা নামে পরিচিত ছিল বলে ANI-কে জানিয়েছেন কাশ্মীরের IGP।
কাশ্মীর পুলিশকে উদ্ধৃত করে ANI জানিয়েছে, বুধবার সকাল থেকে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এখনও সেখানে উভয়পক্ষের গুলি বিনিময় চলছে।
এদিকে জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে বার বার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে চলেছে প্রতিবেশী দেশ। সেদিক থেকে সতর্ক হয়ে পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর নতুন করে সেনা মোতায়েন করেছে ভারতীয় সেনা (Indian Army)।