Share it

কাশ্মীরের পুলওয়ামায় দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে (Terrorist) খতম করল সুরক্ষা বাহিনী। তাদের সঙ্গে নিকেশ করা হয়েছে পাকিস্তানের এক LeT কমান্ডারকেও। মৃত আইজাজ় আসলে আবু হুরাইরা নামে পরিচিত ছিল বলে ANI-কে জানিয়েছেন কাশ্মীরের IGP।

কাশ্মীর পুলিশকে উদ্ধৃত করে ANI জানিয়েছে, বুধবার সকাল থেকে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এখনও সেখানে উভয়পক্ষের গুলি বিনিময় চলছে।

এদিকে জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে বার বার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে চলেছে প্রতিবেশী দেশ। সেদিক থেকে সতর্ক হয়ে পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর নতুন করে সেনা মোতায়েন করেছে ভারতীয় সেনা (Indian Army)।

Share it