JMB Arrest
Share it

কলকাতার সন্নিকটে হরিদেবপুরের যে ডেরায় বসে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল JMB-এর ৩ সদস্য, সেখানেই মঙ্গলবার হানা দিলেন গোয়েন্দারা। তল্লাশি চালানো হয় ডেরায়। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এসে কলকাতার হরিদেবপুরে ঘাঁটি তৈরি করেছিল ওই জঙ্গিরা।


দু’দিন আগেই দক্ষিণ শহরতলীর হরিদেবপুর এলাকা থেকে ৩ জঙ্গিকে গ্রেপ্তার করেছে STF। তদন্ত চালিয়ে গোয়েন্দা কর্তারা জানাতে পেরেছেন সেলিম মুন্সি নামে এক ব্যক্তি হরিদেবপুরের ওই ভাড়া বাড়িটিতে ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল তাদের। গত পয়লা জুলাই সেই বাড়িতেই থাকতে শুরু করে তিনজন বাংলাদেশি। মঙ্গলবার সেই বাড়িতেই হানা দেয় কলকাতা পুলিশের STF।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে ওই জঙ্গিদের ব্যবহৃত একাধিক জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। দুই কামরার ওই ঘরে এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঙ্গিদের ব্যাগ, ডায়েরি, জামা-প্যান্ট সহ ব্যবহৃত একাধিক সামগ্রী। ডায়েরিতে লেখা রয়েছে অসংখ্য নাম, ফোন নম্বর এবং বিভিন্ন সাংকেতিক ভাষায় লেখা তথ্য। সেগুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি ছবিও। সেগুলিই বাজেয়াপ্ত করেছে STF।

এসবের পাশাপাশি বাড়িটি সহ গোটা এলাকার ছবি তোলা হচ্ছে, বানানো হচ্ছে স্কেচও। পাশাপাশি ওই বাড়ির কাছেই একটি CCTV ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করছেন আধিকারিকরা।

Share it