আলিপুরদুয়ারে কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

দলত্যাগী নেতাদের নিয়ে যে তিনি একেবারেই চিন্তিত নন, তা ফের বুধবার আলিপুরদুয়ারে কর্মিসভায় বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “যাঁরা লোভী-ভোগী, আমরা তাড়ানোর আগেই তাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন। তৃণমূলে থেকে এটা করা যাবে না।ঠ

আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকদের নিয়ে আয়োজিত এক…

Posted by All India Trinamool Congress on Wednesday, February 3, 2021

দলত্যাগীদের আরও কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, “তৃণমূলের টিকিটের জন্য় কাউকে দরবার করতে হবে না। পাঁচ বছর যাঁরা সাধারণ মানুষের কাজ করেছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন, তাঁরাই টিকিট পাবেন। দল তাঁদের খুঁজে নেবেন। মনে রাখবেন, নেতারা নন, দলের আসল সম্পদ দলের কর্মীরা। তাঁরাই দলকে আগলে রাখেন।”

Posted by All India Trinamool Congress on Tuesday, February 2, 2021

সুর চড়িয়ে দলনেত্রী আরও বলেন, “কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যে দুর্নীতি করেছে, সে তো পালিয়ে যাবেই। আমি সব জানি, কে কী করেছে। বিধানসভা ভোটের পর দেখে নেব। একটাও আসন পাবে না BJP। CPM-Congress কয়েকটা আসন পাবে। আমরা একটাই লক্ষ্য, বিজেপিকে বাংলা থেকে তাড়াব।”

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, সাত আটদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে। কিন্তু, এখনও যাঁরা কার্ড পাননি, তাঁদের জন্য একটা বিকল্প কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেই কার্ড দেখিয়েই বিনা পয়সায় চিকিৎসা করতে পারবেন সাধারণ মানুষ।”

কেন্দ্রীয় বাজেট (General Budget 2021) নিয়েও বিজেপিতে তোপ দাগতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী। কেরোসিন, পেট্রোল, ডিজেলে সেস বাড়িয়ে দিয়েছে। ৮ দফা তেলের দাম বাড়িয়েছে। আরও বাড়াবে। বিজেপি আম জনতার পার্টি নয়। বড়লোকদের পার্টি।”

Share it