রাজ্যসভায় ডেরেক ও'ব্রায়েন
Share it

কৃষক আন্দোলন নিয়ে টগবগ করে ফুটছে গোট দেশ। ইতিমধ্যেই দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক বিশ্ব। পাল্টা সোচ্চার হয়েছে সাউথ ব্লক। কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ। এবার এই ইস্যুতে রাজ্যসভায় কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।


বৃহস্পতিবার রাজ্যসভায় ডেরেক বলেন, “আন্তর্জাতিক মহল থেকে কৃষক বিক্ষোভ নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক। কিন্তু, এর জন্য দায়ী কে? একসময় ‘অব কি বার ট্রাম্প সরকার’ বলেছিল কারা? আর এখন আমরা বলছি, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।”

বৃহস্পতিবার সংসদে তৃণমূলের রাজ্যসভার দলনেতার মোদি সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, “আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন।” এদিন সকালে গাজিপুর সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পান সৌগত রায় সহ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ।

এদিকে কৃষক বিক্ষোভ ইস্যুতে আন্তর্জাতিক মহলের ‘নাক গলানো’র বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চৌরি চৌরা শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের একতাই আমাদের অগ্রাধিকার, এ ব্যাপারে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।” প্রসঙ্গত, ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের বিরূপ প্রতিক্রিয়া একেবারেই মেনে নিতে নারাজ নয়াদিল্লি। #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ নিয়ে মাঠে নেমেছেন অমিত শাহ, জয়শঙ্কররা।

Share it