নিউজ ওয়েভ ইন্ডিয়া : অবশেষে বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তবে বাকি ২৩ আসনের মধ্যে চারটি আসন বাকি রেখেই ১৯টি আসনে তালিকা প্রকাশ করা হয়েছে। যে চারটি কেন্দ্র বাকি রয়েছে সেগুলি হল ডায়মন্ড হারবার, আসানসোল, বীরভূম এবং ঝাড়গ্রাম। প্রত্যাশা মতোই টিকিট পেয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকেই লড়বেন তিনি। তমলুক পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এখন একজনকে দেখে নেওয়া যাক বিজেপি-র দ্বিতীয় দফাপ প্রার্থী তালিকা –
জলপাইগুড়ি – জয়ন্ত রায়
দার্জিলিং – রাজু সিং বিস্তা
রায়গঞ্জ – কার্তিক পাল
জঙ্গীপুর – ধনঞ্চয় ঘোষ
কৃষ্ণনগর – রাজমাতা অমৃতা রায়
ব্যারাকপুর – অর্জুন সিং
দমদম – শিলভদ্র দত্ত
বারাসত – স্বপন মজুমদার
বসিরহাট – রেখা পাত্র
মথুরাপুর – অশোক পুরকাইত
কলকাতা দক্ষিণ – দেবশ্রী চৌধুরী
কলকাতা উত্তর – তাপস রায়
উলুবেড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী
শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস
আরামবাগ – অরূপ কান্তি দিগার
তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুর – অগ্নিমিত্রা পল
বর্ধমান পূর্ব – অসীম কুমার সরকার
বর্ধমান দুর্গাপুর – দিলীপ ঘোষ