Dhyanchand Khelratna
Share it

ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ‘রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার টুইট করে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচাঁদের নামে করার জন্য দেশের প্রচুর নাগরিকের থেকে অনুরোধ এসেছিল বলে টুইটে মোদী লিখেছেন। তিনি লিখেছেন, “মতামত জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।” অপর একটি টুইটে ভারতীয় ক্রীড়াজগতে ধ্যানচাঁদের অবদানের কথাও উল্লেখ করেছেন মোদী।


মেজর ধ্যানচাঁদকে ভারতীয় হকির জাদুকর বলে মনে করা হয়। টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরের দিনই খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদের নামে করার কথা ঘোষণা করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৯১-৯২ সালে প্রথমবার দেওয়া হয়েছিল এই পুরস্কার। সেবার দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে দেওয়া হয়েছিল এই সম্মান। ক্রিকেটার হিসাবে এই পুরস্কার প্রথম পান সচিন তেন্ডুলকর।

Share it