Biplab Deb
Share it

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে খুনের চেষ্টা! গাড়িতে পিষে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোরগোল। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে আগরতলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আগরতলায় ঘটেছে এই মারাত্মক ঘটনা। রাতের শহরের নাইট কার্ফু পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আইজিএম চৌমুহনীর কাছে আচমকাই তাঁর নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করে একটি গাড়ি দ্রুতবেগে ছুটে আসছে মুখ্যমন্ত্রীর দিকে। রাস্তা পেরোতে যেতেই তাঁকে চিৎকার করে সতর্ক করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে এসে প্রাণ বাঁচান বিপ্লব দেব। গাড়িটি গতি না কমিয়ে পালিয়ে যায় সেখান থেকে।

যদিও ঘটনার আধ ঘণ্টার মধ্যে গাড়িটিকে আটক করে ড্রাইভার সহ তিন আরোহীকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম শুভম সাহা (২৭), আমন সাহা (২৫) এবং গৈরিক ঘোষ (২৪)। শুক্রবার ধৃতদের কোর্টে তোলা হয়েছে।

Share it