অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছেন রাজ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এখবরে স্বস্তিতে শুভশ্রীর পরিবার পরিজন ও ভক্তরা। সোমবার নিজের করোনা পজিটিভ রিপোর্টের কথা টুইট করে জানান রাজ চক্রবর্তী নিজেই। স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী এখন অন্তঃসত্ত্বা। তাই তাঁকে নিয়ে উদ্বেগে ছিল পরিবার।
পরে নমুনা পরীক্ষা হয় তাঁর। রিপোর্ট থেকে জানা যায় তাঁর করোনা হয়নি। শুধু তাই নয় বাড়ির সব সদস্যেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। টুইটে তিনি লেখেন, “শুভশ্রী ও বাড়ির সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই এখন অনেকটা স্বস্তিতে। আমি ফিট আছি এবং নিজের যত্ন নিচ্ছি। আমরা সবাই আলাদা রুমে থাকছি। সুস্থতা কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ।”
এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর মা বাবার করোনা ধরা পড়েছিল। তাঁরা হোম আইসোলেশনে ছিলেন। পরে সুস্থ হন। করোনা রিপোর্ট নেগেটিভ আসে।