পাচারের আগে ইন্দো-বাংলা সীমান্ত থেকে উদ্ধার করা হল ৩৬টি পাখি। নদীয়া জেলা থেকে পাখিগুলি পাচার করা হচ্ছিল বাংলাদেশে। সীমান্ত পার হওয়ার আগে ধরে ফেরে BSF।
বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, নদীয়ার বোরানবেরিয়া আউটপোস্টের কাছে ভারত-বাংলা সীমান্তে পাহারা দিচ্ছিল BSF। মঙ্গলবার রাতে সেখান দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ৩০টি বিরল টিয়া পাখি ও ৬টি পায়রা। বর্তমানে যার বাজার দর প্রায় ৪৯,৬০০ টাকা।
কিন্তু পাচারকারীকে ধরা যায়নি, রাতের অন্ধকারের সুযোগে বাংলাদেশের দিকে পালিয়ে যায় তারা। বাজেয়াপ্ত করা হয়েছে পাখিগুলি। পরে উদ্ধার করা পাখিগুলি রানাঘাট ফরেস্ট অফিসে পাঠানো হয় বলে জানিয়েছে BSF।