Share it

বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হল ৩০টি তাজা বোমা। বীরভূমের পাইকড় থানা এলাকার কুতুবপুর গ্রামের ঘটনা। রবিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে সেখানে হানা দেয় পাইকড় থানার পুলিশ। উদ্ধার করা হয় বোমা।

বোমা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে। ধৃতের নাম বরজাহান শেখ ওরফে ভুট্টু। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কী উদ্দেশে বাড়িতে বোমাগুলি মজুত করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ির চিলেকোঠায় বোমাগুলি তিনটি প্লাস্টিকের বালতিতে মজুত রাখা হয়েছিল। বোমাগুলি থানায় নিয়ে এসে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোমা বিশেষজ্ঞ দলকে। তারাই এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে।

Share it