Share it

করোনা গ্রাফ কমাতে এবার আরও কঠোর হল উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন। বাজারে জমায়েত থেকে করোনা সংক্রমণ রুখতে এবার বাজার খোলার উপর লাগাম টানা হল। রবিবার জেলার ঠাকুরনগর ফুল বাজার পরিদর্শন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। বাজার খোলার ক্ষেত্রে জারি করেন নতুন নির্দেশিকা।

ভিডিওতে দেখুন জেলাশাসকের ফুল বাজার পরিদর্শনের ছবি –

রবিবার তিনি বৈঠক করেন জেলা স্বাস্থ্য আধিকারিক ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জন প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে ঠিক হয় গাইঘাটায় সমস্ত সবজি বাজার খুলবে সপ্তাহে একদিন। অন্যদিন খোলা থাকবে বড় দোকানগুলি। আর ফুল বাজার খুলবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। সামাজিক দূরত্ব বিধি মেনে বাজারে থাকতে পারবেন অল্প সংখ্যক ব্যবসায়ী। যার দেখভাল করবে বাজার কমিটি।

ভিডিওতে শুনুন জেলাশাসকের বক্তব্য –

ফুল বাজার পরিদর্শন ও বৈঠক শেষে জেলাশাসক সুমিত দাস গুপ্ত বলেন, “জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও সংখ্যাটা একেবারে শূন্যে নামিয়ে আনতে হবে। তাই বাজার খোলার ক্ষেত্রে জারি করা হয়েছে নতুন নিয়ম। এক সপ্তাহ এই নিয়ম চালু থাকবে।”

Share it