সারা বছর ঠিক মতো কাজ মেলে না। এর প্রতিবাদ ও যথাযথ কাজের দাবিতে এবার নড়েচড়ে বসলেন বর্ধমানে সিভিল ডিফেন্স কর্মীরা। করোনা ভ্যাক্সিনের পাশাপাশি ভোট বয়কটের ডাকও দিলেন তাঁরা।
তাঁদের অভিযোগ, বছরভর কাজ না দিয়ে অবহেলা করছে রাজ্য সরকার। প্রতিবাদেই বয়কটের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তাঁরা। এজন্য ১২ দফা দাবিতে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে ডেপুটেশনও জমা দিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। বৃহস্পতিবার এই জেলার চারটি মহকুমা থেকে প্রায় ৪০০ কর্মী জমায়েত করেন বর্ধমানে।
সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের জেলা সহ সভাপতি পার্থ ঘোষ বলেন, “জরুরী অবস্থার সময় তাঁদের কাজে ডাকা হয়। পাঁচ থেকে ছয় দিন ছাড়া সারা বছর তাঁরা কোনও কাজ না পেয়ে বেকার থাকেন। তাঁদের প্রতি বঞ্চনা করছে রাজ্য সরকার।”
সিভিল ডিফেন্স কর্মীদের দাবি, তাঁদের বসিয়ে না রেখে কোনও কাজ যেন দেওয়া হয়। আর দাবি না মানা হলে গোটা রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা নবান্ন অভিযান করবেন বলেও হুঁশিয়ারি দেন পার্থ ঘোষ।