Share it

BJP-র এক মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল মালদায়। দুয়ারে সরকার কর্মসূচিতে জব কার্ড চাইতে গিয়ে তাঁকে ওই প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। মালদার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

তাঁকে সাসপেন্ড করেছেন পঞ্চায়েত আধিকারিক। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য অভিযুক্ত তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ।

ভয়ে তিনি অভিযোগ তুলে নেন। এরপর অভিযুক্তকে পের ব্লক প্রশাসনের কাজে বহাল করা হয়। এর প্রতিবাদে পঞ্চায়েত দপ্তরের সামনে ধরনা বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা।

যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সনাই মণ্ডলের দাবি, অভিযুক্ত সুপারভাইজার অমল মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্লক আধিকারিক পুনরায় বহাল করেছে তাঁকে। আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে ধরনা বিক্ষোভ করা হচ্ছে।

পাশাপাশি, বিজেপি- মহিলা নেত্রী সুতমা চ্যাটার্জি জানান, অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর জেরে উত্তেজনা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। বসানো হয়েছে পুলিশ পিকেট। তবে এনিয়ে পঞ্চায়েত প্রধান বা সরকারি কোনও আধিকারিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি। মেলেনি অভিযুক্তর খোঁজও।

Share it