Share it

করোনা টিকা নেওয়ার লাইনে সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা তা সরজমিনে ঘুরে দেখলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক। তবে তিনি চলে যেতেই ফের বিধিনিষেধকে উপেক্ষা করে গাদাগাদি করে লাইন দিয়ে টিকা নেওযার অভিযোগ উঠল রামপুরহাট পুরসভা এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে।

শনিবার থেকে রামপুরহাট পুরসভা বিভিন্ন ওয়ার্ডে করোনা টিকা দেওয়া শুরু করেছে। মানুষের টিকা নেওয়ার আগ্রহ থাকায় ছুটির দিন রবিবারেও করোনা টিকা দেওয়ার কাজ করছেন স্বাস্থ্য কর্মীরা। এদিন শহরের আটটি জায়গায় টিকা দেওয়ার হয়েছে। টিকা নিতে এসে মানুষজন সামাজিক দূরত্ববিধি মানছেন কি না তা সরজমিনে দেখতে বেরিয়ে পড়েন রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।

তিনি বিভিন্ন টিকা প্রদান কেন্দ্রে গেয়ে মানুষকে সচেতন করেন। রবীন্দ্রনাথবাবু বলেন, “আটটি কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে। তার মধ্যে দুটি কেন্দ্রে ৪৫ বছরের উর্ধে মানুষদের দেওয়া হচ্ছে। এদিন দেড় হাজার মানুষকে টিকা দেওয়া হবে। যারা চলাফেরা করতে পারেন না তাদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে। আমি এদিন বিভিন্ন টিকা প্রদান কেন্দ্রে গিয়ে মানুষকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার অনুরোধ করি। সেই সঙ্গে টিকা নেওয়ার পর কিছু উপসর্গ হতে পারে। সে সম্পর্কে সচেতন করি। তবে ভালো লাগছে এই কারণে যে এক সময় মানুষ টিকা নিতে চাইতেন না। ডেকে ডেকে টিকা দিতে হত। এখন মানুষ আগ্রহ করে টিকা নিচ্ছেন।”

রামপুরহাটের বাসিন্দা লক্ষ্মী রায়, সীমা মণ্ডলরা বলেন, “কেউ দুরত্ব বিধি মানছেন না। মুখ্যস্বাস্থ্য আধিকারিক যতক্ষণ ছিলেন ততক্ষন ঠিক ছিল। উনি চলে যেতেই ফের অব্যবস্থা। কেউ কাউকে মানছেন না।”

Share it