একসময় রাজ্য রাজনীতির প্রেক্ষাপট বদলে দিয়েছিল নন্দীগ্রাম। সেখান থেকেই মঙ্গলবার ফের নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের তেখালিতে শহিদ দিবস স্মরণে অরাজনৈতিক ব্যানারে জনসভা করলেন তিনি। বললেন, “আমি জানি সংবাদমাধ্যম ও রাজনীতিবিদরা আমার মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় রয়েছেন। আমি সব বলব। আমি সেই পথ দিয়ে হাঁটব যে পথে আমাকে আর হোঁচট খেতে হবে না। তবে নন্দীগ্রামের এই পবিত্র মঞ্চ রাজনীতির জায়গা নয়। আমি এখান থেকে কোনও রাজনীতির কথা বলব না। রাজনীতির কথা বলব রাজনীতির মঞ্চ থেকে।” তেখালিতে শুভেন্দু অধিকারীর এই জনসভায় উপচে পড়েছিল ভিড়। সেখান থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী।
নাম না করে খোঁচা দিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন। বলেন, “শুভেন্দু অধিকারী ভয় পায় না। রাজনীতির ময়দানে দেখা হবে। নন্দীগ্রামে আমি নতুন নই। এই কর্মসূচিও নতুন নয়। ১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়ল! ভোটের পর নন্দীগ্রামে আসবেন তো?”
নন্দীগ্রামের তেখালির জনসভার জবাবে তৃণমূল দুটি শহিদ স্মরণ সভা করছে হাজরাকাটা ও চৌরঙ্গীতে। তার আগে এদিন সকালের এই সভায় ব্যাপক জনসমাগম যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েকদিনে দাদার অনুগামী ব্যানারে একের পর এক জনসভা করছেন শুভেন্দু অধিকারী। হাওড়া, নদীয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর নামে ব্যানারের সংখ্যা দিন দিন বাড়ছে।