রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা
Share it

দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যে চালু হয়ে গেল লোকাল ট্রেন পরিষেবা। এদিন ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে প্রতিটি স্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে। যাত্রীরা সুরক্ষাবিধি মানছেন কিনা, তা নজর রাখছে রেল ও রাজ্য পুলিশ যৌথভাবে।


আপাতত শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে চালু হয়েছে ২০২টি লোকাল ট্রেন। অফিসটাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল ৮টা থেকে সকাল ১১টার মধ্যে চালানো হচ্ছে বেশি সংখ্যক ট্রেন। তবে এদিন সকাল থেকেই টিকিট কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন চোখে পড়ে। শহরতলির বেশ কয়েকটি স্টেশনে যথেষ্ট ভীড় চোখে পড়েছে। ট্রেনে ওঠা বা নামার সময়ও কোথাও কোথাও লঙ্ঘিত হতে দেখা গেছে সামাজিক দূরত্ববিধি। তবে এতদিন পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ায় মোটের ওপর খুশি যাত্রীরা।


বুধবার থেকে বর্ধমান হাওড়া কর্ড ও মেন এই দুই শাখাতেই একুশ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও বর্ধমানের ওপর দিয়ে বলগোনা হয়ে কাটোয়া পর্যন্ত ও হাওড়া কাটোয়া শাখায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি সংশ্লিষ্ট এলাকার যাত্রীরা।

Share it