হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ। বিহারের মসনদে বসতে চলেছে NDA-ই। পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিহারে উঠে এসেছে RJD। NDA-তে নীতীশ কুমারের দলের ফলাফল এবার অনেকটাই ফিকে। JDU-কে পিছনে ফেলে বড় শরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল BJP। এর ফলে এবার বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারকে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
NDA gets majority in Bihar Assembly polls as EC announces results
Read @ANI Story | https://t.co/Xse2xnj6yA pic.twitter.com/8GqWB3jIcY
— ANI Digital (@ani_digital) November 10, 2020
বিহার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে মঙ্গলবার সারাদিন টানটান উত্তেজনা ছিল। বিকেলে নির্বাচন কমিশন জানিয়ে দেয় পুরো ফল প্রকাশিত হতে মধ্যরাত হয়ে যাবে। সেইমতো মধ্যরাতে সামনে আসে বিহার ভোটের সম্পূর্ণ ফল। তাতে দেখা যাচ্ছে বিধানসভা গড়তে দরকার ১২২ টি আসন সংখ্যা টপকে গেছে NDA। তাদের সংগৃহীত মোট আসন সংখ্যা ১২৫। মহগঠবন্ধনের দখলে ১১০টি আসন। RJD-CONGRESS অবশ্য অভিযোগ করেছে, বহু জায়গায় গায়ের জোর দেখিয়ে ফলপ্রকাশ করা হয়েছে গণনা শেষ না করেই।
#BiharElections: Results of all 243 assembly constituencies declared.
NDA wins 125 seats (BJP 74, JDU 43, VIP 4, HAM 4)
Mahagathbandhan wins 110 seats (RJD 75, Congress 19, Left 16)
AIMIM wins 5, BSP wins 1, LJP wins 1 & Independent wins 1 pic.twitter.com/hzIJ1SUmbu
— ANI (@ANI) November 10, 2020
BJP-র এককভাবে সংগ্রহ ৭৪ টি আসন। RJD পেয়েছে ৭৫টি আসন। তৃতীয় স্থানে রয়েছে JDU ৪৩টি আসন পেয়ে। LJP-র আসন সংখ্যা মাত্র ১টি। জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। CPIM(L) পেয়েছে ১১ টি আসন। CPM পেয়েছে ৩ টি আসন। পাঁচটি আসনে জিতেছে AIMIM। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। VIP পেয়েছে চারটি আসন। হিন্দুস্থান আওয়াম মোর্চার সংগ্রহ চারটি আসন।