Afghani actress Warina Hussain
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন আফগান অভিনেত্রী ওয়ারিনা হুসেন। সেই অভিনেত্রী ২০ আগে দেশ ছাড়লেও এখনও যথেষ্ট উদ্বেগে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে। তালিবান দেশের শাসন ক্ষমতা কায়েম করায় উদ্বিগ্ন তিনি।


তালিবানরা যেভাবে দেশে অত্যাচার চালাচ্ছে, তাতে শঙ্কিত ওয়ারিনা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘যা দেখছি তাতে আমি ও আমার পরিবার খুবই চিন্তিত। ২০ বছর আগের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই সব ছবি। এই সন্ত্রাসের কারণেই ২০ বছর আগে পরিবার সহ দেশ ছেড়েছিলাম। এখন দেখছি বহু মানুষ, তাঁদের ঘরবাড়ি হারাচ্ছে।’ রাষ্ট্রসংঘের জরুরি হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছেন এই আফগান অভিনেত্রী।

২০১৮ সালে সলমন খান প্রযোজিত ‘লাভযাত্রী’ সিনেমাতে অভিনয় করেছিলেন ওয়ারিনা হুসেন। তাঁর সহ অভিনেতা ছিলেন বলিউড সুপারস্টারের শ্যালক আয়ুশ শর্মা।

Share it