India returns
Share it

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। মুক্তির স্বাদ। রবিবার সকালে দুটি বিমানে ১৯৪ জনকে দেশে ফিরিয়েছে বায়ুসেনা। দিল্লির হিণ্ডন এয়ারবেসে নামানো হয়েছে তাঁদের। এঁদের মধ্যে দেশ ছাড়তে ইচ্ছুক আফগান সাংসদও ছিলেন।


এদিকে দিল্লিতে নেমেই বিমানের ভিতরে একযোগে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে ওঠেন যাত্রীরা। তালিবানদের সন্ত্রাস থেকে তাঁরা মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরেছেন। এতেই দারুন খুশি সকলে।

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, রবিবারেই আরও একশোর বেশি ভারতীয়কে দিল্লিতে আনার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একদিনে দেশে ফিরতে পারেন ৩০০ ভারতীয়। দিল্লি সূত্রে খবর, আটকে থাকা ভারতীয়দের ফেরাতে রোজ কাবুল থেকে দুটি করে উড়ান দিল্লিতে আসার অনুমতি দিয়েছে তালিবানরা।

রবিবারের মধ্যেই আফগানিস্তানে আটকে থাকা ৩০০ ভারতীয়কে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এঁরা সকলেই আফগানিস্তানে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত। তবে, কত ভারতীয় এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন, তার সঠিক হিসাব বিদেশমন্ত্রকের কাছে নেই। বহু ভারতীয় কয়েক দশক আফগানিস্তানে রয়েছেন। তাঁরাও অনেকে এখন ফিরতে আগ্রহী। বিদেশমন্ত্রক এইরকম ফিরতে ইচ্ছু্‌ক ভারতীয়দের তালিকা বানাচ্ছে।

Share it