নিউজ ওয়েভ ইন্ডিয়া: আন্তর্জাতিক চাপে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করে ভ্লাদিমির পুতিনের দেশ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিজেদের দেশে নিরাপদে ফেরাতেই এই ঘোষণা বলে জানা গিয়েছে। দশম দিনের মাথায় রাশিয়ার এই সিদ্ধান্ত। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে আন্তর্জাতিক মহল। মনে করা হচ্ছে ইউরোপের একাধিক দেশের নিষাধাজ্ঞার চাপেই পিছু হঠলেন পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট।