MLA Died
Share it

করোনা নেগেটিভ হয়েও শেষ রক্ষে হল না। করোনা আক্রান্ত স্ত্রীর মৃত্যুর তিন দিন পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন RSP-র সাত বারের বিধায়ক নর্মদা রায়। মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।

২০১১ এবং ২০১৬ সালের বিশাল পরিবর্তনের ঝড়েও কুশমন্ডি আসন বামেদের হয়ে দখলে রেখেছিলেন তিনি। ২০২১ এ অষ্টম বারে তৃণমূল প্রার্থী রেখা রায়ের কাছে তিনি হেরে গিয়েছিলেন।

উল্লেখ্য দিন কয়েক আগে করোনা আক্রান্ত হওয়ায় সস্ত্রীক নর্মদা রায় ভর্তি হয়েছিলেন কোভিড হাসপাতালে। ২৮ মে সেখানেই মৃত্যু হয় তাঁর স্ত্রীর।

তবে পরবর্তীতে পরীক্ষায় নেগেটিভ হন নর্মদা রায় । তারপরেই কোভিড হাসপাতাল থেকে সরিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

প্রাক্তন বিধায়কের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাম থেকে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস নেতারা। নর্মদা রায়ের এমন মৃত্যু তাঁদের বাকরুদ্ধ করেছে বলে জানিয়েছেন RSP নেত্রী সুচেতা বিশ্বাস ও CPI(M) নেতা নারায়ণ বিশ্বাস।

Share it