Phixman
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রথমবার উদ্বোধন হল ফিক্সম্যান-এর ঝাঁ চকচকে ইলেকট্রনিক গেজেট সার্ভিস সেন্টারের। ন্যায্য দামে ওয়ার্যান্টি সহ এখানে মোবাইল সহ যেকোনও গেজেট রিপেয়ার করা হয়।

সোমবার ২১ আগস্ট সকালে শোরুমের ফিতে কেটে ও কেক কেটে দ্বারোদঘাটন করা হয়। ছিলেন কর্ণধার প্রান্তিক ঘোষ ও তাঁর পরিবারের সদস্য ও কর্মচারীরা। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের পিছনে এই দোকানটিতে পাওয়ায় যায় মোবাইল ও গেজেট অ্যাকসেসরিজও। সংস্থার যাদবপুর শাখার ফ্র্যাঞ্চাইজ ওনার প্রান্তিক ঘোষ জানিয়েছেন, এখানে ইএমআই ফেসিলিটিতেও যেকোনও গেজেট রিপেয়ার করা হয়। গ্রাহকরা এখানে ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্টেরও সুবিধা পাবেন বলে তাঁর দাবি। এমনকী খারাপ হয়ে যাওয়া গেজেটের হোম কালেকশন ও মেরামতির পর হোম ডেলিভারি পরিষেবাও তাঁরা দিয়ে থাকেন বলে জানিয়েছেন তিনি।

মোবাইল বা ইলেকট্রনিক গেজেট রিপেয়ারিংয়ের ক্ষেত্রে দেশজুড়ে বেশ সুনাম অর্জন করেছে ফিক্সম্যান। সারা দেশে সুদক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা এই সংস্থার ফ্র্যাঞ্চাইজগুলি পরিচালিত হচ্ছে। এখানে গ্রাহকদের উন্নততর পরিষেবা দেওয়াই সংস্থার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রান্তিক ঘোষ। যেকোনও তথ্য অনুসন্ধানের জন্য ৯৮৩৬২০৮০৪০ হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন গ্রাহকরা।

Share it