সৎকারে এগিয়ে এসেছেন রেড ভলান্টিয়াররা
Share it

ফের মানবিকতার নিদর্শন রাখলেন রেড ভলান্টিয়াররা। এক বৃদ্ধের দেহ সৎকারে এগিয়ে এলেন লাল স্বেচ্ছাসেবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া মহকুমার গোপালপুরের বানসা গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধ কৃষ্ণপদ মাজির চার পাঁচদিন আগে জ্বরের সঙ্গে কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট দেয়। গ্রামবাসীরা ধারনা হয়, কৃষ্ণপদ মাজির করোনা হয়েছে। ফলে তারা এই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। সরকারি চিকিৎসার পরিকাঠামোর অভাবে কোভিড টেস্ট তো দূরের কথা, মিললো না চিকিৎসারও সুযোগ। অপরদিকে বৃদ্ধর স্ত্রী পক্ষাগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। বিবাহসূত্রে কন্যা বাইরে থাকেন। অসহায় একমাত্র পুত্র বাবার চিকিৎসার জন্য পাশে পাননি কাউকে। প্রায় বিনা চিকিৎসায় মারা যান কৃষ্ণপদ মাজি।

সারা রাত বাড়িতেই পড়ে ছিল মৃতদেহ। কেউই এগিয়ে আসেননি সৎকারে সহায়তা করতে। অসহায় পুত্র পুয়াবাগানে যোগাযোগ করেন রেড ভলান্টিয়ার সুজয় পালের সঙ্গে। সুজয়ের মাধ্যমে খবর পেয়েই বিভা মালাকার, ধর্মেন্দ্র সিং, সূর্যকান্ত ব্যানার্জী এই চারজনের নেতৃত্বে বাঁকুড়া থেকেই রেড ভলান্টিয়াররা মোটরবাইকে পৌঁছন বানসা গ্রামে। তাঁদের প্রচেষ্টাতেই গ্রাম সংলগ্ন জঙ্গলের সম্পন্ন করলেন কৃষ্ণপদ মাজির শেষকৃত্য। পাশাপাশি গ্রামের মানুষকে ভরসাও জুগিয়ে আসেন যে কোনও প্রয়োজনে সব সময়েই পাশে আছে রেড ভলেন্টিয়াররা।

Share it