অক্সিজেন পার্লার
Share it

চন্দননগরে এবার ১০ বেডের অক্সিজেন পার্লার খোলা হল। চন্দননগর পুরসভা পরিচালনায় বাগবাজারে অবস্থিত একটি লজে রবিবার এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। পাশাপাশি এদিন চন্দননগর পুর এলাকার কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে খাবার এবং ওষুধের কিট ও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “চন্দননগর পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে যে সমস্ত পরিবার কোভিডে আক্রান্ত হয়েছেন, যাঁদের বাড়িতে রান্না করার মতোও লোক নেই, রবিবার থেকে খুঁজে খুঁজে তাঁদের বাড়িতে আমরা খাবারের প্যাকেট পৌঁছে দেব। তাছাড়া যাঁদের করোনার ন্যূনতম উপসর্গ আছে এবং বাড়িতেই নিভৃতবাসে আছেন, তাদেরকে আমরা করোনা হলে প্রাথমিকভাবে যে সমস্ত ট্যাবলেট খেতে হয়, তার একটি কিট আমরা পৌঁছে দিচ্ছি।”

উল্লেখ্য, চন্দননগর মহকুমা হাসপাতাল এখন পুরোটাই কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। ২০০টি বেড কোভিড রুগীদের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া হাসপাতালের কাছেই একটি সেফ হোমও খোলা হয়েছে। এদিন চন্দননগরের একটি লজের নীচেরতলার হলঘরে ১০টি বেড এবং অক্সিজেন সিলিন্ডার লাগানো হয়। পুর নিগমের হেলথ অফিসার জানান, আমাদের দেওয়া হেল্পলাইন 9123736539 এই নম্বরে যোগাযোগ করলে পুরসভা থেকে অ্যাম্বুলেন্স সেই ঠিকানায় গিয়ে আক্রান্তদের এখানে নিয়ে আসবেন এবং অক্সিজেন মাত্রা স্বাভাবিক হওয়ার পর আমাদের অ্যাম্বুলেন্সই বাড়ি পৌঁছে দিয়ে আসবে।”

Share it