ভয়াবহ ভূমিকম্পে একরকম ধ্বংসস্তুপে পরিণত হয়েছে হাইতি দ্বীপ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধূলিস্যাৎ হয়ে যায় একাধিক এলাকা। বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে আছে। সুনামির সতর্কতা জারি রয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২।
Several buildings destroyed in Haiti after massive #earthquake #sismo#tsunami pic.twitter.com/6bo77eUs5g
— Michael Wick (@Michael_Wick1) August 14, 2021
শনিবার সকালে আচমকাই দেশের পশ্চিম অংশে ভয়াবহ কম্পন অনূভূত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, রাস্তার দু’পাশের অট্টালিকা সমান বাড়িগুলি মিশে যায় ধুলোয়। কোথাও চোখের সামনে থেকে উধাও হয়ে যায় রাস্তা।
An earthquake of magnitude 7.2 on the Richter scale just shook Haiti this Saturday, August 14, 2021 around 8:30 am according to the American Center for Seismology. Damage was immediately recorded in the towns of Jérémie and Les Cayes. pic.twitter.com/7o0XlnApD4
— Melgui (@Ich18150749) August 14, 2021
আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী পোর্ত-অউ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের ভয়াবহতা এতটাই ছিল যে শুধু হাইতি নয় প্রতিবেশী দেশগুলিতেও কম্পন অনুভূত হয়। এর আগে ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল হাইতিতে। সেবার কমপক্ষে ২.৫ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।