লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা। রয়েছেন সদ্য অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা।
I bow to the great Sri Aurobindo Ji on his Jayanti. His intellectual clarity, noble tenets and emphasis on India's regeneration give us great strength. He made pioneering contributions to India's freedom movement. pic.twitter.com/Q6UkV4swkd
— Narendra Modi (@narendramodi) August 15, 2021
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। রয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বেশ কয়েকজন পুলিশকে মেডেল দিয়ে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। রাজ্য পুলিশ ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় মুখ্যমন্ত্রীর সামনে।