দিঘার সমুদ্রের জল কালো! শনিবার এই ঘটনাকে ঘিরে দিঘায় চাঞ্চল্য ছড়ায়। পর্যটকদের একাংশের দাবি, শুধু জলের রং পরিবর্তন হয়নি, ওই কালো-ঘোলাটে জলে চামরায় অস্বস্তিও হয়েছে কারও কারও। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।
শনিবার সপ্তাহান্তে করোনাবিধি মেনেই দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। এরইমধ্যে এই ঘটনায় সৈকত শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নটা-দশটা নাগাদ সমুদ্রে জোয়ার আসে। আচমকা সমুদ্রের জল একেবারে ঘোলাটে হয়ে কালো রং ধারণ করে। সেই সময় বহু পর্যটক সমুদ্রস্নানে নেমেছিলেন। কালো জল শরীরে লাগায় শারীরিক অস্বস্তিও বোধ করেন কেউ কেউ। এরপরই ঝুঁকি এড়াতে পর্যটকদের সমুদ্র থেকে তুলে দেন নুলিয়ারা।’
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মণ্ডল জানান, বিষয়টি নজরে এসেছে। যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টির সম্পর্কে জানানো হয়েছে। আপাতত পর্যটকদের সমুদ্রে না নামার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে সমুদ্রে না নামে সে বিষয়ে দিঘা পুলিশ ও নুলিয়ারা সমুদ্র চত্বরে বিশেষ নজরদারি চালাচ্ছে।