নিউজ ওয়েভ ইন্ডিয়া: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন জো বাইডেন। মোদী-বাইডেন বৈঠকের দিকে নজর রেখেছে বিশ্ব।
দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আফগানিস্তান ইস্যু নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। জানা গিয়েছে, ভ্যাকসিন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং অন্য অত্যাবশ্যকীয় সরঞ্জাম আদানপ্রদান নিয়েও কথাবার্তা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
Washington, DC | Prime Minister Narendra Modi and US President Joe Biden engage in a bilateral meeting at the Oval Office in the White House. pic.twitter.com/cqbw5mtkxs
— ANI (@ANI) September 24, 2021
নরেন্দ্র মোদী আমেরিকা সফর নিয়ে অনাবাসী ভারতীয়দের মধ্যে চোখে পড়েছে উচ্ছ্বাস। মোদী-বাইডেন বৈঠক শুরুর আগে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন অনেক অনাবাসী ভারতীয়। দুই দেশের রাষ্ট্রপ্রধানের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁদের।
শুক্রবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে খবর, আন্তর্জাতিক উন্নয়ন এবং আফগানিস্তান প্রসঙ্গে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। পাশাপাশি, তাঁদের মধ্যে উদারনীতি মেনে ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার লক্ষ্যপূরণ নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে ভারত এবং আমেরিকার কোভিড পরিস্থিতি নিয়েও।