Kabul Flight
Share it

শেষ আন্তর্জাতিক বিমান ছাড়ছে কাবুল বিমানবন্দর থেকে। আর তাতে চেপে দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা। এমনই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আফগানিস্তানের এই ছবিই প্রমাণ করে কী অসম্ভব দুঃসহ যন্ত্রণা আর আতঙ্কের মধ্যে দিয়েছে যাচ্ছেন সেদেশের নাগরিকরা।


কাবুলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে নেটে। যা দেখে রীতিমত শিউরে উঠতে হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের একাংশ নিজেদের মধ্যে মারপিঠ করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। যেন লাস্ট বনগাঁ লোকাল।


কোনও ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপন ছুটছেন একাংশ। জনসমুদ্র সরিয়ে বিমান কী ভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

Share it