একদিকে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে লন্ডনের টেমস নদীর ওপর Westminster সেতুতে তাঁর ইস্তফার দাবিতে সরব South Asia Solidarity। সেতুর ওপর থেকে বিশালাকার একটি রিসাইন মোদী (Resign Modi) লেখা ব্যানারও ঝুলিয়ে দেন তাঁরা। সঙ্গে ছিল স্লোগান।
On #Independence Day, members of South Asia Solidarity, an Indian diaspora organisation, dropped a huge banner reading ‘Resign Modi’, asking for the resignation of Prime Minister #Modi, from London’s iconic Westminster Bridge.https://t.co/fJXT4XEfAZ
— The Quint (@TheQuint) August 15, 2021
মূলত দেশে বেড়ে চলা জাতপাতের বৈষম্য ও হিংসা নিয়ে সরব হয়েছেন South Asia Solidarity-এর সদস্যরা।