Resign Modi London
Share it

একদিকে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে লন্ডনের টেমস নদীর ওপর Westminster সেতুতে তাঁর ইস্তফার দাবিতে সরব South Asia Solidarity। সেতুর ওপর থেকে বিশালাকার একটি রিসাইন মোদী (Resign Modi) লেখা ব্যানারও ঝুলিয়ে দেন তাঁরা। সঙ্গে ছিল স্লোগান।


মূলত দেশে বেড়ে চলা জাতপাতের বৈষম্য ও হিংসা নিয়ে সরব হয়েছেন South Asia Solidarity-এর সদস্যরা।

Share it